আশার আলো

  প্রশংসা আল্লাহর জন্য  দরুদ এবং সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 

 প্রিয় দ্বীনি ভাই এবং বন্ধুগণ !






পৃথিবীর প্রতিটি প্রাণীকে তার স্রষ্টার কাছে ফিরে যেতে হবে

এটা চিরন্তন সত্য কিন্তু তার নিকট ফিরে যাওয়াটা তখনই

আমাদের জন্য উত্তম হবে যখন কিনা আমরা স্রষ্টার সন্তুষ্টির

উদ্দেশ্যে কিছু করতে পারবো, 

মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ

করেছেন তাঁর ইবাদতের জন্য, যখন আমরা তার এবাদত বন্দেগী

সম্পূর্ণ তার জন্য করতে পারব তখন আমাদের জীবন সার্থক

,আমাদের এই পৃথিবীতে আসাটা অল্প সময়ের জন্য হতে পারে আবার ধীঘ সময়ের জন্য হতে পারে । 

কারণ বিষয়টা আমাদের জানা নেই,।

 যে কেউ অল্প সময় পেল এর  মানে এই নয় সে কত হতভাগা আবার যে অনেক সময় পেল 

এর মানে এই নয় সে সৌভাগ্যবান! 


পৃথিবীতে হাজার বছর অবস্থান করার মধ্যে কোন সার্থকতা নেই বরং মূল সার্থকতা হচ্ছে সে তার

উদ্দেশ্য হাসিল করতে পারলো কিনা অর্থাৎ সে তার সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে পারলো কিনা সেটাই

দেখার বিষয় ।







মৃত্যু এমন একটি বিষয় যার মাধ্যমে নতুন জীবনের সূচনা এবং সেখানে তাকে পুরস্কৃত করা হবে

ভালো কাজের জন্য এবং অপমান করা হবে-মন্দ কাজের জন্য ।

 

তাই আমাদের সর্বদাই মৃত্যুকে স্মরণ করতে হবে, সর্বদা তার জন্য প্রস্তুত থাকতে হবে,

মন্দকে ছাড়তে হবে ভালো কে গ্রহণ করতে হবে ।

পৃথিবীতে যে যত বড় অপরাধই করুক না কেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে

পারে যদি সে তার সাথে কাউকে শরীক না 


মহান আল্লাহ সুবহানাতায়ালা প্রাণ খুলে দোয়া রইল তিনি  যেন আমাদের এই  বন্ধুকে মাফ করেন তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমিন




0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

Laptops

Laptops